দিল্লি: লাদাখ এবং কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দু দিনের সফর শুরু করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এ দিন প্রথমে লাদাখে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী৷
চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কিছুটা কমলেও এখনও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ভারতীয় সেনা৷ এ দিন সেনা আধিকারিকদের থেকে চিনের সঙ্গে LAC বরাবর কী পরিস্থিতি রয়েছে, তা বুঝে নেন প্রতিরক্ষামন্ত্রী৷
সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চিনের সঙ্গে সীমান্ত বিবাদ কমাতে আলোচনা চলছে৷ আলোচনা কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়ে আমি আপনাদের গ্যারান্টি দেব না৷ কিন্তু একথা বলতে পারি, পৃথিবীর কোনও শক্তি আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না৷
একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘যদি আলোচনার মাধ্যমেই সমাধান বেরিয়ে আসে, তাহলে তার থেকে ভাল আর কিছু হয়না৷
রাজনাথ সিং-এর সঙ্গেই ছিলেন সেনাপ্রধান এম এম নারভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷ লেহ-এর স্টাকনায় তাঁদের সামনেই সশস্ত্র বাহিনীর সদস্যরা প্যারা ড্রপিং করে দেখান৷
এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর সামনেই টি ৯০ ট্যাঙ্ক এবং বিএমপি ইনফ্র্যান্ট্রি কমব্যাট ভেহিকেল নিয়েও মহড়া দেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা৷
সেনা জওয়ানদের উদ্বুদ্ধ করতে তাঁদের মিষ্টিমুখও করান প্রতিরক্ষামন্ত্রী৷ গত ১৫ জুন চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের যে সেনা জওয়ানরা শহিদ হয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যেও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী৷