ভারত এবং চিনের মানুষের শান্তির জন্য সবকিছু করবেন, দাবি মার্কিন প্রেসিডেন্টের

desinews

ওয়াশিংটন: চিন এবং ভারতের মানুষকে শান্তিতে রাখতে তাঁর পক্ষে যা করণীয় তিনি করবেন৷ এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনই দাবি করা হয়েছে৷

গত কয়েক সপ্তাহ ধরেই চিনের সঙ্গে সংঘাতের আবহে বার বারই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন৷ হোয়াইট হাউসের প্রেস সচিব বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানান, ‘মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভারতের বসবাসকারী মানুষকে যেমন ভালবাসেন, তেমনই চিনের মানুষের প্রতিও তাঁর ভালবাসা রয়েছে৷ এবং তিনি দুই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য যা করণীয় তা করবেন৷’

ভারতের প্রতি মার্কিন রাষ্ট্রপতির বার্তা কী, সেই সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিতে গিয়েই একথা জানান হোয়াইট হাউজের প্রেস সচিব৷

বৃহস্পতিবারই হোয়াইট হাউজের অর্থনৈতিক পরামর্শদাতা ল্যারি কুডলো ভারতকে তাদের নিবিড় বন্ধু বলে দাবি করেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু বলে বর্ণনা করেন তিনি৷

তবে যেভাবে চিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বার বার তাঁর বিরূপ মনোভাব প্রকাশ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে যেভাবে এবার তিনি চিনের নাগরিকদের প্রতিও ইতিবাচক বার্তা দিলেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ৷

 

You may like

COVID-19 Live Updates